শিরোনাম

বিএনপিতে যোগদানের বিষয়ে যা বললেন রেজা কিবরিয়া মেহেরপুরে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে জেলা বিএনপি'র মিছিল। মেহেরপুরে “মাটি বাঁচাও, পরিবেশ বাঁচাও” প্রতিপাদ্যে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা ও র‍্যালি মেহেরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইবি এলাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা
ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে জেলা বিএনপি'র মিছিল।

মেহেরপুরে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে জেলা বিএনপি'র আলোচনা সভা  মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৫ নভেম্বর ২০২৫) রাত আটটার সময় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, মীর ফারুক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম পৌর, বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা সহ বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন 
আলোচনা শেষে মেহেরপুর সদর ও  পৌর বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

মিছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মেহেরপুর সদর বিএনপি'র সভাপতি ফয়েজ মোহাম্মদ পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা। সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মে উপস্থিত ছিলেন

বিনোদন